হাজরাপুরের লিচুর জিআই আবেদন
মাগুরার লিচুর জিআই স্বীকৃতি চেয়ে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস (ডিপিডিটি) বরাবর আবেদন প্রেরণ করেছে মাগুরার জেলা প্রশাসন আবু নাছের বেগ। আজ জেলা প্রশাসকের কার্যালয় থেকে তা নিশ্চিত করা হয়েছে। হাজরাপুরের লিচুর ডকুমেন্টেশন তৈরি ও আবেদনসহ সকল প্রক্রিয়া সম্পন্ন সহযোগিতা করেছে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)। দেশের যেকোন লিচুর তুলনায় হাজরাপুরের লিচুর স্বাদ অনন্য। এই লিচু টসটসে রসে ভরপুর। আকার ও আকৃতিতেও বড়। হাজরাপুরের লিচুর স্বাদ দেশের অন্য কোথাও খুঁজে পাওয়া ভার।
- আলোকিত মাগুরা
- মাগুরা প্রতিদিন
- সিএনআই
- জেনিস ফারজানা তানিয়া
- ঢাকা প্রতিদিন, ২৪ আগস্ট। পৃ. ৫
- আমাদের কণ্ঠ, ২৪ আগস্ট। পৃ. ১