গোপালগঞ্জের রসগোল্লার জিআই

গোপালগঞ্জের রসগোল্লার জিআই

Spread the love

গোপালগঞ্জের রসগোল্লার জিআই পণ্যের স্বীকৃতির জন্য পেটেন্ট, শিল্প-নকশা, ট্রেডমার্ক অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয় আবেদন করেছে জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) ট্রেজারার উম্মে সাহেরা এনিকা তিনি বলেন, “জিআই স্বীকৃতি পেলে রসগোল্লা উৎপাদনকারীরা রেজিস্ট্রেশনের আওতায় চলে আসবে। তখন আসল নকল চেনা নিয়ে অসুবিধায় পরবে না ক্রেতারা।”

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, “আজ আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। আশাকরি গোপালগঞ্জের রসগোল্লার দীর্ঘ দিনে যে সুনাম রয়েছে তা জিআই স্বীকৃতির মাধ্যমে আরও বৃদ্ধি পাবে। জেলা ব্র্যান্ডিং ও কর্মসংস্থানে বাড়বে।” এ সময় তিনি উপস্থিত সবাইকে গোপালগঞ্জের শিং মাছ, কই মাছ সহ সম্ভাব্য জিআই পণ্যগুলো নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। রসগোল্লা ডকুমেন্টেশন তৈরি সহ সকল প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য তিনি ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারকে ধন্যবাদ জানান।

গোপালগঞ্জের রসগোল্লার জিআই আবেদন নিউজ:

  1. বাংলানিউজটোয়েন্টিফোর
  2. বাসস
  3. ডেইলি অবজারভার
  4. জুম বাংলা
  5. নিজউ বাংলা
  6. যমুনা টিভি
  7. উত্তরাধিকার ৭১ নিউজ
  8. নিউজ টু নারায়ণগঞ্জ
  9. এবি নিউজ
  10. সিএনআই
গোপালগঞ্জের রসগোল্লা জিআই আবেদন মিটিং
গোপালগঞ্জের রসগোল্লা জিআই আবেদন মিটিং

Spread the love
Scroll to Top