আজ(২০ই জুন,২০২৩ইং)ঢাকা বিশ্ববিদ্যালয়,শিল্পমন্ত্রনালয়ের ডিপিডিটি এবং ই-কমার্স ডেভলাপমেন্ট সেন্টার(ইডিসি)’র সম্মিলিত আয়োজনে “Increasing The Number of GI Products In Bangladesh : Option and Challenge” শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল’ফ্যাকাল্টি বা আইন অনুষদের সেমিনার কক্ষে।
আলিয়া’স কালেকশন এর স্বত্বাধিকারী Jenish Farzana Tania আপুর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
Professor Dr. Shima Zaman , Dean, Faculty of Law,University of Dhaka.বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন Dr. Md. Alam Mostafa, Joint Secretary, WTO Wing,Ministry of Commerce, Jillur Rahman , Deputy Register (Trademark ), Department of Patent Design & Trademark, Ministry of Industries এবং আমি Kakoly Talokder, President, E-commerce Development Center (EDC).
ইস্টার্ন ইউনিভার্সিটি ই-কমার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি Miftaul Zannati Cynthia আপু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল’ফ্যাকাল্টির শিক্ষার্থী মৌমিতা রহমান ঈপ্সিতা আপুর প্রাণবন্ত উপস্থাপনায় উক্ত সেমিনারে কীনোট স্পীকার ছিলেন Dr. Md Towhidul Islam ( Towhid Islam ),Professor,Department of Law, University of Dhaka. প্যানেল ডিস্কাসনে ছিলেন ই-কমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ই – ক্যাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধেয় Razib Ahmed স্যার এবং Md. Belal Hossain ( Md Belal Hossen Shohag ), Examiner, Trademarks, (WTO & International Affairs), Department of Patent Design & Trademarks, Ministry of Industries.
এছাড়া সেমিনারে দেশি পণ্যের প্রায় ৬০ জন উদ্যোক্তা অংশগ্রহন করেন।উদ্যোক্তাদের মধ্যে থেকে জিআই নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন আফাফ ক্রিয়েশনস এর স্বত্বাধিকারী Arifa Khatun আপু, Niger Fatema, Vice-President,EDC, আকৃতার স্বত্বাধিকারী Sanchita Basak আপু, রিংকি’স এট্যায়ার এর স্বত্বাধিকারী, Rehmuma Hossain আপু,এবং সহজসাধ্য এর স্বত্বাধিকারী, Syeda Kamalia Rahaman আপু।
আজকের এই সফল সেমিনারের তত্ত্বাবধানে ছিলো পুরান ঢাকা টিম।বরাবরের মতোই দুর্দান্ত কোওর্ডিনেশন ছিলো এই টিমের মধ্যে।এজন্য টিম লিডার Ummay Shahera Anika সহ টিমের সবাইকে ধন্যবাদ জানাই।সেই সাথে ধন্যবাদ জানাই পর্দার পিছনে কাজ করা ইডিসির সদস্যা ভাইদের।